মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের সৌজন্য সাক্ষাৎকালে মালদ্বীপে বসবাসরত ‘কাগজপত্রহীন’ প্রবাসী বাংলাদেশিদের বৈধ এবং বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশটির পর্যটন ও চিকিৎসা খাতে বাংলাদেশের অনেক প্রবাসী কাজ করছে। হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, মালদ্বীপের শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে চিকিৎসা শিক্ষায় পড়াশোনা করছে। বাংলাদেশী পর্যটক ও বাণিজ্যও বেড়েছে। এই প্রথম তিনি প্রধান উপদেষ্টার জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।