মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বিশাল ৫৭৫ রানের জবাবে দারুণ প্রতিরোধ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডাউনে নামা কাভেম হজ ২৫৪ বলে ১৪ বাউন্ডারিতে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলে দলকে টেনে রাখেন। ব্র্যান্ডন কিং ৬৩ এবং জন ক্যাম্পবেল ৪৫ রান যোগ করেন। দিন শেষে ৬ উইকেটে ৩৮১ রান তুলে সফরকারীরা এখনো ১৯৪ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে ৪ উইকেট।
এর আগে নিউজিল্যান্ডের ইনিংস গড়েছিল ডেভন কনওয়ের ২২৭ ও টম লাথামের ১৩৭ রানে। তবু ক্যারিবীয়রা মনোবল হারায়নি। অ্যালিক অ্যাথানাজ ও জাস্টিন গ্রেভস অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। স্বাগতিকদের হয়ে জ্যাকব ডাফি ও অ্যাজাজ প্যাটেল দুটি করে উইকেট নেন।
চতুর্থ দিনে ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে। উইন্ডিজ ঘাটতি কমিয়ে ফলো-অন এড়াতে চাইবে, অন্যদিকে কিউইরা দ্রুত উইকেট তুলে নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়।