Web Analytics

খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে টানা তিন দিন সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রয়াত নেত্রীর মৃত্যুতে সরকারের ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পতাকা অর্ধনমিত রাখা এবং ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

এছাড়া বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!