জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, বহির্বিশ্বের চেয়ে বাংলাদেশের ভ্যাট ট্যাক্স আদায় কম। তাই বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে। বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা বাড়ছেই। দেশের উন্নয়নে রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সামর্থ্য অনুযায়ী সবাইকে ট্যাক্স দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। রহমান আরও বলেন, দেশে ট্যাক্স আদায়ের পরিমাণ অনেক কম। উন্নত বিশ্বের ইউরোপ ৪৫%, আমেরিকা ৩৫℅, জাপান ২৪℅ ট্যাক্স আদায় করলেও বাংলাদেশের ৭% এর সামান্য বেশি আদায় হচ্ছে। অনলাইনে রিটার্ন জমাকে সহজতর করা হচ্ছে বলে তিনি অভিযোগ থাকলে অনলাইনে করতে বলেন।