ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেন, দাবি আদায় গণতান্ত্রিক কার্যক্রমের অংশ। কিন্তু দাবি আদায় করতে গিয়ে অর্থনীতির এ কঠিন সন্ধিক্ষণে ব্যবসার পাশাপাশি জনগণের দৈনন্দিন কার্যক্রম যেন ব্যাহত না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। চাঁদাবাজি, প্রতারণামূলক অনলাইন কার্যক্রম, পণ্য পরিবহণ ঝুঁকি, জালিয়াতির মতো প্রতিবন্ধকতার কারণে ব্যবসায়ীরা ব্যবসা ও বিনিয়োগে আস্থা হারিয়ে ফেলছেন। ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা বলেন, 'দেশের রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নয়ন হয়নি। স্থলবন্দরের মাধ্যমে বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে দালালের সহায়তায় ট্রাক ভাড়া করতে গিয়ে ব্যবসায় ব্যয় বাড়ছে।' বক্তারা এইসব সমস্যার আশু সমাধানে জোর দেন।