গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া রুইতার বিলে। একইদিন বিকেলে মুকসুদপুর থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কহলদিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী মন্টু মোল্লা এ বছর পাঁচটি পুকুর লিজ নিয়ে দেশীয় প্রজাতির মাছ চাষ করছিলেন। তিনি অভিযোগ করেন, কেউ তার পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে, এতে তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগে ইসরাফিল শেখ, আসাদ কাজী ও রফিক শেখকে অভিযুক্ত করা হয়েছে।
মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।