ফরিদপুরের সালথা উপজেলার কৃষকরা প্রথমবারের মতো পাটবীজ চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। মাত্র ১০ একর জমিতে ৯৩ জন কৃষক জেআরও-৫২৪ ও সবুজসোনা জাতের পাটবীজ চাষ করেছেন উপজেলা পাট অফিসের তত্ত্বাবধানে। এই উদ্যোগের লক্ষ্য ছিল বিদেশ থেকে বীজ আমদানি নির্ভরতা কমানো, কারণ বর্তমানে অধিকাংশ বীজ ভারত থেকে আসে। কৃষকরা জানিয়েছেন, উৎপাদন খরচের তুলনায় প্রায় পাঁচগুণ লাভের সম্ভাবনা রয়েছে। মোক্তার মোল্যা নামের এক কৃষক পাটশাক বিক্রি করেই ২০ হাজার টাকার বেশি আয় করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন আরও ভালো হবে বলে আশা করা হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, সার ও কীটনাশকে সরকারি প্রণোদনা পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও বীজ রপ্তানি সম্ভব। ফরিদপুর জেলা ইতিমধ্যেই দেশের শীর্ষ পাট উৎপাদনকারী এলাকা; এবার পাটবীজ উৎপাদনেও নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।