সাভারের ডগরমোড়া এলাকায় বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তামিম আজহারের কাছ থেকে ছিনতাইচেষ্টার সময় কুখ্যাত ছিনতাইকারী রনি মিয়া ওরফে ‘কুত্তা রনি’কে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তার সহযোগী রাব্বিকেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। ৪৮ বছর বয়সী রনি মিয়ার বিরুদ্ধে একাধিক হত্যা, ছিনতাই ও মাদক মামলার রেকর্ড রয়েছে এবং তিনি প্রায় ৩০ সদস্যের একটি সক্রিয় ছিনতাইচক্র পরিচালনা করতেন। পুলিশ জানায়, রনির কাছ থেকে একটি চাইনিজ সুইচ গিয়ার এবং রাব্বির কাছ থেকে একটি আধুনিক চাকু উদ্ধার করা হয়েছে। মাত্র এক মাস আগে হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়ে রনি পুনরায় অপরাধে জড়িয়ে পড়েছিল। পুলিশ জানিয়েছে, রনি ও রাব্বিকে আদালতে পাঠানো হবে এবং তার চক্রের অন্য সদস্যদের ধরতে বিশেষ অভিযান চলছে। এলাকাবাসী আশা করছে, দীর্ঘদিনের আতঙ্ক ‘কুত্তা রনি চক্র’ এবার আইনের আওতায় আসবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।