দেশজুড়ে হঠাৎ এলপিজি গ্যাসের তীব্র সংকট ও অস্বাভাবিক দামবৃদ্ধিতে ভোক্তারা মারাত্মক বিপাকে পড়েছেন। কয়েক দিন আগেও ১,২৫৩ টাকায় বিক্রি হওয়া ১২ কেজির সিলিন্ডার শুক্রবার বিক্রি হয়েছে ১,৮০০ থেকে ২,৫০০ টাকায়, তবুও অনেক এলাকায় গ্যাস পাওয়া যায়নি। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, ডিলারদের কাছ থেকে সরবরাহ না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় লাইনের গ্যাসেরও সংকট দেখা দিয়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) অভিযোগ করেছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তদারকির অভাবে বাজারে কারসাজি চলছে।
ক্যাবের সহসভাপতি জানিয়েছেন, সরকার নির্বাচনে ব্যস্ত থাকায় সরবরাহকারী ও খুচরা ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। এলপিজি পরিবেশক সমিতি বলেছে, অধিকাংশ কোম্পানি সরবরাহ বন্ধ রাখায় হাতে গোনা কয়েকটি কোম্পানি বাড়তি দামে গ্যাস বিক্রি করছে। বিইআরসি লোয়াবকে চিঠি দিয়ে ডিসেম্বরের নির্ধারিত ১,২৫৩ টাকার দামে বিক্রি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। লোয়াব জানিয়েছে, ডিসেম্বর মাসে আমদানি প্রায় ৪০ শতাংশ কমেছে, যার ফলে সরবরাহ সংকট তৈরি হয়েছে।
আগামী ৪ জানুয়ারি বিইআরসি নতুন দাম ঘোষণা করবে বলে জানা গেছে, যেখানে আমদানি ব্যয়ের তথ্য বিবেচনা করা হবে।