শুক্রবার ঢাকার জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে তৃতীয় দিনেও নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। নাটোর, ঝালকাঠি, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে এসে খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা আমান উল্লাহ আমান, নাটোর-২ আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ঢাকা-১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলিসহ বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা নেতাকর্মীদের নেতৃত্ব দেন। সকাল সাড়ে ৭টা থেকেই তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে এই জনপ্রিয় নেত্রীর কবর জিয়ারতে আসেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।