গাজীপুরের কালিয়াকৈরে একটি ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে কারখানাতেই এক যুবক বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেছেন। নিহত মো. ইদ্রিস আলী (২৩) মনট্রিমস্ লিমিটেড কারখানার কার্টন সেকশনে কাজ করতেন। ইদ্রিস আলীর চাকরির এক বছর হয়ে গেলেও এখনও স্থায়ী করা হয়নি। স্থায়ী করার বিষয়ে তিনি যখনই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেছেন তখনই তাকে উপেক্ষা করেছে। তিনি স্ট্যাটাসে লেখেন, এক বছর ধরে তিনি চাকরি করছেন। কিছু মানুষ আসার তিন মাস, ছয় মাসের মধ্যে স্থায়ী হচ্ছে কিন্তু তার চাকরি স্থায়ী করা হচ্ছে না। কারখানার দুজন কর্মকর্তার নাম উল্লেখ করে আরও লেখেন, ‘ওরা মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে, ওরা সোনার তৈরি, আমরা মাটির তৈরি। আমি আজকে সুইসাইড করব।’