সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পূর্বাচল সরকারি প্লট বরাদ্দ সংক্রান্ত তিন মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষ আশা করছে, শেখ হাসিনা, তার সন্তানসহ মোট ৪৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ইতোমধ্যে একমাত্র গ্রেফতার আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে আনা হয়েছে। আদালত প্রাঙ্গণে বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে। গত জানুয়ারিতে দুদক এই মামলা দায়ের করে এবং তদন্ত শেষে মার্চে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলায় মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।