শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে পৌঁছান শহীদ শরীফ ওসমান হাদির বোন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী হাদিকে। ভাইয়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি কয়েকজন নিকটাত্মীয়কে সঙ্গে নিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে রিকশায় থাকা হাদিকে আহত করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। শনিবার বিকেলে দাফনের আগে তাঁকে শেষবারের মতো বিদায় জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ।
এই হত্যাকাণ্ডে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ এখনো তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।