বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নথিবদ্ধ ৬৪৫টি হামলার মধ্যে মাত্র ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান শনাক্ত করেছে পুলিশ। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের এই তথ্য যাচাইকৃত এফআইআর, জিডি, চার্জশিট এবং সারাদেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে সংগৃহীত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রদায়িক ঘটনাগুলোর মধ্যে প্রধানত ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুর বা অবমাননার ঘটনা ছিল, পাশাপাশি অল্পসংখ্যক অন্যান্য অপরাধও অন্তর্ভুক্ত। বাকি ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয় বলে মূল্যায়ন করা হয়েছে, যা জমি সংক্রান্ত বিরোধ, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, চুরি, যৌন সহিংসতা এবং ব্যক্তিগত শত্রুতার সঙ্গে সম্পর্কিত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিটি অপরাধ উদ্বেগজনক হলেও অধিকাংশই সাম্প্রদায়িক নয় বরং সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড।
এতে আরও বলা হয়েছে, এসব তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নির্দেশ করে এবং ভয় বা বিভ্রান্তির পরিবর্তে তথ্যভিত্তিক আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে।