নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বা প্রচারে অংশ নিতে পারবেন না। ৯ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি পদে থেকে প্রচার চালানো নিষিদ্ধ, তাই উপদেষ্টা পদে থেকে কেউ প্রার্থীও হতে পারবেন না।
তিনি আরও জানান, সম্প্রতি কিছু উপদেষ্টার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল এবং কেউ কেউ তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছিল। তবে ইসি স্পষ্ট করেছে, সরকারি পদে থেকে প্রার্থী হওয়া আইনসিদ্ধ নয়। আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে—আসন বিন্যাস, রিটার্নিং অফিসার নিয়োগ, মনিটরিং সেল ও আইনশৃঙ্খলা সেল গঠনসহ সব প্রক্রিয়া প্রস্তুত।
অন্য কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়, তবে ঘোষণার পর সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।