মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের নির্দেশে বকেয়া মজুরি পাচ্ছেন ৭৪ বাংলাদেশি শ্রমিক। নিয়োগকর্তার কাছ থেকে বকেয়া মজুরি ও তাদের কর্মসংস্থান চুক্তির লঙ্ঘনের কারণে ১.৫৪ মিলিয়ন রিঙ্গিত পাচ্ছেন তারা। মেরান্তি বিনামাস এসডিএন বিএইচডি নামক প্রতিষ্ঠানকে এ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে। এ নিয়ে তেনাগানিতার কর্মকর্তা আব্দুল আজিজ ইসমাইল বলেন, এটি অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে একটি বড় জয়। মেরান্তি বিনামাসকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে শ্রম বিভাগ একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে নিয়োগকর্তারা দায়মুক্তি ছাড়াই শ্রমিকদের শোষণ করতে পারবেন না।