খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংবাদ সম্মেলনটি ১৯ ফেব্রুয়ারি, বুধবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে। এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন। ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়, যার ফলে ৫০ জনের বেশি আহত হন।