২০২২ সালে নেতানিয়াহুর সরকার গঠনের পর থেকে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন ৪০% পর্যন্ত বৃদ্ধি হয়েছে বলে জানায় চ্যানেল ১২। বসতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮টি, বাড়ছে ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংসের হারও। একইসঙ্গে দখলদারিত্ব বৈধ করার আহ্বান জানিয়ে নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন ১৪ মন্ত্রী। চ্যানেল ১২ জানায়, চলতি বছরেই ৪১ হাজারের বেশি বসতি নির্মাণ অনুমোদন পেয়েছে, যা আগের ছয় বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বসতিস্থাপন দ্বিরাষ্ট্র সমাধান নস্যাৎ করার কৌশলের অংশ।