Web Analytics

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ব্রিজ নির্মাণের চেষ্টা করলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তা রুখে দেয়। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) জুমার নামাজের সময় শূন্যরেখার ৮২৮/২ এস পিলারের কাছে শতাধিক বিএসএফ সদস্য নির্মাণকাজ শুরু করলে স্থানীয়রা বিষয়টি ধবলসুতী বিওপিকে জানায়। খবর পেয়ে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে বাধ্য করে, ফলে বিএসএফ সদস্যরা এলাকা ত্যাগ করে।

ঘটনার পর কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ কাজ বন্ধ রাখার আশ্বাস দেয় এবং বিজিবি সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানায়। ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Card image

Related Threads

logo
No data found yet!