Web Analytics

বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল সংলগ্ন সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে একটি রয়্যাল বেঙ্গল টাইগার আটকা পড়েছে। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রোববার সকালে বন বিভাগ উদ্ধার অভিযান শুরু করেছে। কর্মকর্তারা জানান, খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বাঘটি ফাঁদে আটকে আছে এবং এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে যাতে কেউ প্রবেশ করতে না পারে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, বাঘ উদ্ধারে ঢাকায় থেকে একজন ভেটেরিনারি সার্জন আনা হয়েছে। প্রয়োজনে ট্র্যাংকুলাইজার গ্যান ব্যবহার করা হবে। যদি বাঘটি আহত বা অসুস্থ থাকে, তবে সেটিকে খাঁচায় বন্দি করে খুলনা বা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।

বাঘ আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলের আশপাশে জড়ো হয়, তবে বন বিভাগ নিরাপত্তার স্বার্থে কাউকে বনের ওই এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না।

Card image

Related Threads

logo
No data found yet!