ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জামিন দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত। রোববার শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। র্যাব-২ গত ১৩ ডিসেম্বর হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করে এবং পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে বিআরটিএ রেজিস্ট্রেশন যাচাই করে জানা যায়, হান্নানের নামে দুটি মোটরসাইকেল নিবন্ধিত রয়েছে—একটি সুজুকি জিক্সার ও একটি ইয়ামাহা। তবে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট, যার নম্বর হান্নানের বাইকের সঙ্গে এক সংখ্যায় ভিন্ন। ১৭ ডিসেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় এবং পরে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদির হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। তদন্ত সংস্থা এখনো মূল হামলাকারীদের শনাক্তে কাজ করছে।