আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তারা হলেন- সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), মীর মারুফ, আমিনুর রহমান (২৪), আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪) ও ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)। সিজন অগ্নিসংযোগের রাতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ‘মিশন কমপ্লিট’! আজ এ নিয়ে উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করা হবে।