এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দেন, কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন, মা-বোনদের সম্মান ও চাঁদাবাজি থেকে রক্ষার জন্য ভোটারদের এগারোদলীয় ঐক্যজোটের প্রার্থী ইউসুফ সোহেলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মুরাদনগর তার জন্মস্থান এবং তিনি এলাকার বৈষম্য দূর করতে কাজ করেছেন। তিনি অভিযোগ করেন, একটি দলের জনপ্রতিনিধি উন্নয়ন বাজেট নিয়ে সরকারের কাছে নালিশ করেছিলেন। তিনি ভোটারদের ভয়মুক্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে বাঙ্গুরা বাজারকে উপজেলা করা হবে।
সভায় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ ও প্রার্থী ইউসুফ সোহেলও বক্তব্য দেন। তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান।