রোববার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ নজরদিঘী এলাকায় আগুন লেগে চারটি ঝুট গুদাম পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি গুদামে আগুন লাগে এবং মুহূর্তেই তা শাহাদাত হোসেন, সানাউল্লাহ ও আবু সাঈদের মালিকানাধীন আরও তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টিনশেডের চারটি গুদাম ও ঝুট মালামাল সম্পূর্ণ পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস পরিদর্শক সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে এবং কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে।