শনিবার নাটোরে পুরাতন ডিসি বাংলোর পাশের পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। পেপারগুলো পুকুরের মাটিতে পুঁতে রাখা ছিল। ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম বলেন, "বস্তাভর্তি ব্যালট পেপার পুঁতে রাখার ঘটনার খবর পেয়ে পুরাতন ডিসি বাংলোতে আসি। সেখানে মাটি খুঁড়ে অন্তত ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করি। নিয়ম অনুযায়ী, ৬ মাস পর্যন্ত এই ব্যালট পেপারগুলো ট্রেজারিতে জমা থাকে। পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমা না হলে ব্যালটগুলো ধ্বংস করা বা অন্যত্র সরিয়ে ফেলা হয়।" এর আগে পুকুর থেকে ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছিল।