Web Analytics

চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষকে ঘিরে এক জামায়াত নেতার বক্তব্য ঘিরে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জোবরা গ্রামে চট্টগ্রাম-৫ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘চবি আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চবি ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না। এই বিশ্ববিদ্যালয় আমাদের বুকের ওপর। আমরা এই জায়গার মালিক, তাই অন্যায় কিছু মেনে নেব না। আমাদের সম্মান করতে হবে। বিশ্ববিদ্যালয় যদি আমাদের যথাযথ সম্মান না করে, তবে আমরা জনগণ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ একইসাথে ছাত্রশিবিরের চবি শাখার অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ বলেন, ‘ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটেছে। প্রকৃত সন্ত্রাসীরা এই এলাকার নয়, বাইরে থেকে এসেছে। তাদের গ্রেফতার করতে হবে।' তবে জামায়াত নেতা সিরাজুল ইসলামের মন্তব্যকে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে চবি শাখা ছাত্রশিবির। এছাড়া হাবিবুল্লাহ খালেদও প্রকৃত ঘটনা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন, স্থানীয় সন্ত্রাসীদের অপরাধকে লঘু করে বহিরাগত ছাত্রলীগের ভূমিকা বেশি ফুটে উঠেছে, যা অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে। ছাত্রশিবিরের অভিযোগ, এই ঘটনায় স্থানীয় ছাত্রদল সরাসরি জড়িত।

Card image

Related Threads

logo
No data found yet!