হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদবিরোধীসহ প্রতিটি রাজনৈতিক দলের দায় রয়েছে। আমরা সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেকোনো মূল্যে দেশের জনগণের প্রত্যাশা পূরণে অভীষ্ট লক্ষ্যে আমাদেরকে পৌঁছাতে হবে। তিনি বলেন, মানুষের মধ্যে একটি স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা তৈরি হয়েছে। সারা বাংলাদেশের গ্রাম-গঞ্জে আমরা যেখানেই যাই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এছাড়া হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এর পূর্বে জুলাই সনদ কার্যকর ও ঘোষণাপত্র দেওয়ার কথা, সেটা অবশ্যই দিতে হবে। নির্বাচন হওয়ার পূর্বে অবশ্যই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। হাসনাত আব্দুল্লাহ জানান, এ বছরের মধ্যেই এনসিপির নিবন্ধন সম্পন্ন করতে চান।