Web Analytics

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আসিয়ানভুক্ত দেশগুলোর সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটসের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে উখিয়ার ১৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় ৮ সদস্যের এই প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন সান্তিয়াগো। প্রতিনিধি দলটি ক্যাম্প ইনচার্জদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি রোহিঙ্গাদের ভোটে নির্বাচিত রোহিঙ্গা কনসাল্টেটিভ কাউন্সিলের সভাপতি প্যানেলের পাঁচ সদস্য ও নেতৃস্থানীয় রোহিঙ্গা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় রোহিঙ্গা কাউন্সিলের সভাপতি সৈয়দউল্লাহ বলেন, মালয়েশিয়া ও অন্যান্য দেশে আটক রোহিঙ্গাদের মুক্তি, নিরাপদ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রতিনিধি দল আমাদের আশ্বস্ত করেছে, তারা প্রত্যাবাসনে সহযোগিতা করবে। পরে প্রতিনিধি দলটি ১৮ নাম্বার ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন ও ক্যাম্প এলাকা ঘুরে দেখেন এবং নারী-যুব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

Card image

Related Threads

logo
No data found yet!