Web Analytics

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক রাষ্ট্রীয় বিবৃতিতে রাশিয়া যুক্তরাষ্ট্রকে সংযম প্রদর্শনের আহ্বান জানায় এবং জানায় যে ভোরে কারাকাসে ধারাবাহিক বিস্ফোরণের পর পরিস্থিতি আরও তীব্র হয়েছে। রাশিয়া বলিভারিয়ান নেতৃত্বের অনুসরণ করে ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দেয় এবং হামলার অজুহাতকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, আদর্শগত শত্রুতা বাস্তববাদী সম্পর্কের পথে বাধা সৃষ্টি করছে এবং সংলাপই একমাত্র সমাধান। রাশিয়া কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার প্রস্তুতি জানায় এবং ভেনেজুয়েলার জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের সংহতি পুনর্ব্যক্ত করে।

কারাকাসে রাশিয়ার দূতাবাস জানিয়েছে যে তারা স্বাভাবিকভাবে কাজ করছে এবং ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ও রুশ নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। হামলায় কোনো রুশ নাগরিক আহত হননি বলে দূতাবাস জানায়।

Card image

Related Threads

logo
No data found yet!