Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আটদলীয় জোটের বিভাগীয় সমাবেশ সফল করায় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, অল্প সময়ের প্রস্তুতিতে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে আয়োজিত এসব সমাবেশ আন্দোলনরত আটদলের পারস্পরিক সংহতি ও সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান।

রেজাউল করীম বলেন, পাঁচ দফা দাবির পক্ষে জনতার ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে জনগণ এই আন্দোলনের সঙ্গে একাত্ম। তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা করা এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান নেওয়ার বিষয়ে দেশজুড়ে ঐক্য গড়ে উঠেছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনতার ভাষা বুঝে তাদের দাবিগুলো মেনে নিতে হবে। অন্যথায় রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে এবং জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!