সাবেক যুক্তরাজ্য সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মুদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করে তার ও তার মায়ের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের ভুল বোঝাবুঝি দূর করতে চান। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, বাংলাদেশি কর্তৃপক্ষ তার সঙ্গে বা তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেনি এবং এ বিতর্ক তার জনসেবা কার্যক্রমকে ব্যাহত করছে। বাংলাদেশে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।