সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেটের জামায়াত নেতারা। মঙ্গলবার বিকালে বন্দরবাজারের বাটা শু স্টোর, বনফুল, পিউরিয়া, মিরবক্সটুলার হোটেল রয়েল মার্কসহ ভাঙচুরকৃত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, ভাঙচুর-লুটপাটে জড়িত দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। এরা তৌহিদী জনতা হতে পারে না। এদের একটাই পরিচয় এরা দুর্বৃত্ত। ভাঙচুরকৃত সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। এসব সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলা-ভাঙচুর ও লুটপাটে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।