রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে আবারও ভারতকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রুশ তেল কেনা অব্যাহত রাখে, তাহলে ভারতীয় পণ্যের ওপর আরও বাড়তি শুল্ক আরোপ করতে পারে ওয়াশিংটন। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভারত ইতোমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা কমিয়েছে, তবে সহযোগিতা না করলে শুল্ক বাড়ানো হতে পারে। একই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “খুব ভালো মানুষ” বলে প্রশংসা করেন।
এই সতর্কবার্তা এমন সময়ে এসেছে, যখন রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নজরদারি বেড়েছে। ভারত বলছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রুশ তেল আমদানি তাদের জন্য জরুরি। কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোনে আলোচনায় শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেও দ্বিপক্ষীয় বাণিজ্য সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এরপর দুই দেশের কর্মকর্তারা দীর্ঘদিনের বাণিজ্য জট নিরসনে নতুন করে আলোচনা শুরু করেন।
এর আগে গত আগস্টে রাশিয়া থেকে কম দামে তেল কেনার অভিযোগে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর বিশ্বরাজনীতিতে তেল ইস্যু আবারও গুরুত্ব পাচ্ছে।