উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলায় তীব্র শীত পড়েছে। বুধবার সকালে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। গত দশ দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকলেও হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে, বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চলে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। স্কুলগামী শিশুদের উপস্থিতি কমে গেছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্তদের ভিড় দেখা যাচ্ছে। দিনের বেলায় সূর্যের আলো থাকলেও উষ্ণতা তেমন অনুভূত হচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। স্থানীয় প্রশাসন ও ত্রাণ সংস্থাগুলোকে ঝুঁকিপূর্ণ এলাকায় শীতবস্ত্র বিতরণের আহ্বান জানানো হয়েছে।