উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, কোন মামলা কার্যতালিকার কত নম্বরে আসবে বা কবে শুনানি হবে তা আদালত ঠিক করে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই। তিনি বলেন, আগের যে সরকার ছিল, তা একটি ফ্যাসিস্ট সরকার ছিল। তারা কোনো নিয়ম নীতি মানত না। তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। আমরা তো সেই সরকার না। আমাদের কোনো এখতিয়ার নেই উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার। উপদেষ্টা বলেন, আছিয়ার মামলার বিচারকার্য শুরু হয়েছে গত বুধবার। চার্যশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকার্য পরিচালনা করছে। আশা করছি খুব দ্রুত রায় পাবো। এছাড়া ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বলেন, মামলা করার অধিকার সবার আছে। উদ্দেশ্যপ্রণোদিত কিনা খতিয়ে দেখা হবে!