১৯ জুলাই সমাবেশের শেষ দিকে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তবে নেতাকর্মীদের সহায়তায় তিনি দ্রুত উঠে দাঁড়ান এবং মঞ্চে বসেই বক্তব্য আবার শুরু করেন। অসুস্থ হওয়ার আগে তিনি ২৪-এ আন্দোলনের ভূমিকা স্মরণ করে বলেন, ত্যাগের বিনিময়ে পাওয়া নেয়ামত অবজ্ঞা করা উচিত নয়। তাদের শিশু বলে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করি। অহংকারভরে অন্য দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। অহংকার ও তাচ্ছিল্য পরিহার করতে না পারলে সেটি ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হতে পারে। ঘটনাটি সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত জনতার মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।