দেশের বালুমহাল বা বালু উত্তোলনক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়ে ভূমি মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। কক্সবাজার, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের তিন জেলা প্রশাসক অভিযোগ জানান যে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) স্থানীয় প্রশাসনকে না জানিয়ে বালু উত্তোলনের অনুমতি দিয়েছে। এ নিয়ে দুই দফা আন্তমন্ত্রণালয় বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।
ভূমি মন্ত্রণালয়ের দাবি, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০২৫ অনুযায়ী বালু ইজারা ও নিয়ন্ত্রণের একক কর্তৃপক্ষ তারা। অন্যদিকে বিআইডব্লিউটিএ ১৯৫৮ সালের অধ্যাদেশ অনুযায়ী নদীবন্দর ও নৌপথের নাব্য রক্ষার দায়িত্বে থেকে নিজেদের এখতিয়ার দাবি করছে। এই দ্বন্দ্বে আইনি অস্পষ্টতা ও অতীত রাজনৈতিক প্রভাবের বিষয়ও সামনে এসেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি নিয়ে নতুন আলোচনার নির্দেশ দিয়েছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনে বিধিমালা সংশোধন করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্পষ্ট কর্তৃত্ব নির্ধারণ না হলে বালু উত্তোলনে পরিবেশ ও প্রশাসনিক জটিলতা আরও বাড়তে পারে।