Web Analytics

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা একদিন পিছিয়েছে। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে না পারায় এই বিলম্ব ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে। ফলে খালেদা জিয়ার বিদেশ যাত্রা রোববার (৭ ডিসেম্বর) হতে পারে, যদি তার শারীরিক অবস্থা উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়। এর আগে জানানো হয়েছিল, শুক্রবার সকালে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন, এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ঢাকায় এসেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!