পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক গোলাগুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য ও ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। মির আলিতে একটি অভিযানে মেজর হামজা ইসরার (২৯) এবং সিপাহী মুহাম্মদ নাঈম (২৬) নিহত হন। আরেকটি স্থানে গোলাগুলিতে আরও দুই নিরাপত্তা সদস্য ও সাত সন্ত্রাসী নিহত হয়। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার সংখ্যা বাড়ছে, এবং ২০২৪ সালটি গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।