পদ্মা নদীর প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরায় ২০০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে, ফলে ৫০০টির বেশি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান হুমকির মুখে পড়েছে। ঈদের দিন শুরু হওয়া ভাঙন দুই দিন ধরে চলেছে। বাসিন্দারা ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা দেওয়া হচ্ছে এবং স্থায়ী বাঁধ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ইউনিয়নের ৭০ ভাগ নদীতে বিলীন হয়ে যেতে পারে।