বাংলাদেশের দৈনিক *আমার দেশ* পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে হাদি মারা যান। মাহমুদুর রহমান বলেন, হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের এক সাহসী কর্মী, যার মৃত্যু জাতির জন্য গভীর বেদনার। তিনি সরকারের কাছে হাদির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানান।
মাহমুদুর রহমান আরও বলেন, হাদির জানাজা ও দাফনে অংশ নিতে জনগণ যেন শৃঙ্খলা বজায় রাখে এবং আবেগ নিয়ন্ত্রণ করে। তিনি সতর্ক করেন, দেশের শত্রুরা বিশৃঙ্খলার সুযোগ নিতে পারে। পাশাপাশি তিনি হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্যের তৌফিক কামনা করেন।
সিঙ্গাপুরে প্রশাসনিক অনুমতি না পাওয়ায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাহমুদুর রহমানের এই আহ্বান পরিস্থিতি শান্ত রাখার পাশাপাশি হাদির আদর্শকে স্মরণীয় করে রাখার প্রচেষ্টা।