সিলেটে ছাত্রলীগ নেতার নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসীর বাসা দখলের পায়তারার অভিযোগ উঠেছে। সিলেট পুলিশ কমিশনারের কাছে প্রবাসীল বোন অভিযোগ করেছেন, ভাড়াটিয়া অভিযুক্তরা বাসা না ছেড়ে উল্টো ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এই টাকা না দিলে নানা ধরনের হুমকি দিয়ে আসছে তারা। পুলিশ কমিশনার আগামী ১৫ দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উপ-পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। পুলিশ বলছে, অভিযুক্তদের থানায় উপস্থিত হওয়ার জন্য বারবার নোটিশ দিলেও তারা সময় ক্ষেপণ করছে। আরেকটি তারিখ দেওয়ার পর না আসলে ব্যবস্থা নেবে।