Web Analytics

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন বাসচালক পারভেজ খান (৪৫)। বৃহস্পতিবার রাতে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পার্কিং অবস্থায় থাকাকালে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তার দায়িত্বে থাকা পারভেজ বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন এবং আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। পারভেজ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ ঘটনায় বাসমালিক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেছেন। তদন্তে পুলিশ উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আলমকে (২১) গ্রেফতার করেছে। পুলিশ বলছে, ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।