গাজীপুরের শ্রীপুরে সশস্ত্র দুর্বৃত্তরা একাধিক মামলার আসামি সুমন মিয়াকে ছিনিয়ে নিতে পুলিশের উপর কয়েক দফা হামলা চালায়। টেংরা রোডে ঘটনার সময় সাত পুলিশ সদস্য আহত হন এবং দুইটি পুলিশের গাড়িতেও হামলা করা হয়। আসামিকে প্রথমে ত্রিমোহনী ব্রিজে গোয়েন্দা পুলিশ আটক করে, তবে বার্মী, সাতখামাইর ও টেংরা ডিবার পার এলাকায় একাধিক আক্রমণের পর ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এর প্রতিবাদে মিছিল করেন এবং পুলিশ তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা জোরদার করে।