অবশেষে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। বুধবার দুপুর ২টার দিকে মগবাজার এলাকার থেকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ২২ জুন রাতে পুলিশ সদর দপ্তরের এক দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তা জানান, হাবিবুল আওয়ালকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। যদিও ডিবির পক্ষ থেকে ওই রাতেই বিষয়টি অস্বীকার করা হয়। পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টাও গ্রেফতার করা হয় নি বলে জানান।