ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সঙ্গে একাধিক পেশাদার শুটার ও আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ ছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি আটবার হাতবদল হয়ে শেষ পর্যন্ত ভুয়া পরিচয়ে কেনা হয়েছিল বলে তদন্তে জানা গেছে।
কেরানীগঞ্জ থেকে ফয়সালের বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদে তারা জানান, ফয়সালের সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নানকের যোগাযোগ ছিল। ডিবি জানায়, ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে আদালত ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকায় এই হামলাকে নির্বাচনকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলার পেছনের পরিকল্পনা ও অস্ত্র সরবরাহকারীদের শনাক্তে অভিযান চালাচ্ছে।