প্রায় ৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। মঙ্গলবার সিন্ডিকেটের সিদ্ধান্তের পর রাত দেড়টার দিকে অনশন ভাঙেন তারা। সিন্ডিকেট সভায় চবি চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে আনার সিদ্ধান্ত হয়। চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের বাদিতে গত সোমবার বেলা সাড়ে ৩টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন ৯ শিক্ষার্থী। প্রায় ২৪ ঘণ্টা পর দুজন অসুস্থ হয়ে গেলে তাদের স্যালাইন দেওয়া হয়।