আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা তিনটি ব্যাংকের ৫৩টি হিসাব থেকে প্রায় ১১৩ কোটি টাকা সরানোর চেষ্টা চলছিল বলে জানায় দুদক। এ পরিস্থিতিতে মানিলন্ডারিং আইনের আওতায় ঢাকার একটি আদালত বুধবার ওই সব হিসাবের টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন। অনুসন্ধান চলমান থাকায় অর্থ সরিয়ে ফেললে তা উদ্ধার কঠিন হবে উল্লেখ করে দুদক আদালতে আবেদন করে।