জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে জুলাই হামলাকারীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন ও ৩০ এপ্রিলের মধ্যে জাকসুর তফশিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, প্রশাসন জাকসু পেছানোর চেষ্টা করেছে, জাকসু না থাকায় বিগত প্রশাসনগুলো স্বৈরাচার হয়েছিল উঠেছিল। আমরা চাই প্রশাসন দ্রুত সময়ে হামলাকারীদের বিচার কার্যক্রম সম্পন্ন করবে। আগামীকাল তফশিল ঘোষণার ডেডলাইন বাস্তবায়ন করবে। শিক্ষার্থীরা বলছে, একদল শিক্ষার্থী চাচ্ছে না জাকসু গঠিত হোক, শিক্ষার্থীরা ক্ষমতায় গেলে তারা টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না।