Web Analytics

নিষিদ্ধ নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগে শাওনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তার ভাই ইমরান মাহমুদ বলেন, পারিবারিক ব্যবসার কাজে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তারা তার নিঃশর্ত মুক্তি দাবি করছেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, প্রাথমিকভাবে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে এবং ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শাওন আত্মগোপনে ছিলেন। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং এর আগে জেলা ও সরকারি কলেজ শাখায় যুগ্ম সম্পাদক ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!